যশোর অফিস : যশোরের অভয়নগর উপজেলায় বোমার আঘাতে জিয়া বাহিনীর প্রধান জিয়া ফকির নিহত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামের এক চায়ের দোকানে এ ঘটনা ঘটে।নিহত জিয়া ফকির (৪০) রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা বটতলা নামে একটি স্থানের চায়ের দোকানে বসেছিলেন। রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপ করে। একটি বোমা তার শরীরে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই জিয়া ফকির মারা যান।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত জিয়া ফকির তার বাহিনী দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নানা রকম সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতেন। তার নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়ে ছিলেন। মাস তিনেক আগে তিনি এলাকায় ফিরেছেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করেছি। কে বা কারা তাকে লক্ষ্য করে একটি ককটেল মারে। ককটেলটি তার পেটে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি বলেন, কারা কেন এই বোমা হামলা চালিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

যশোর মনিহার এলাকায় যাত্রীবাহী বাস পোড়ানো মামলায় যারা আসামী হলেন
যশোর অফিস যশোরের মনিহারে গাড়ি পোড়ানো মামলায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ৩৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এস আই জয়ন্ত সরকার বাদী হয়ে মামলাটি করেছেন। এ মামলার অন্য আসামিরা হলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ, মনির আহম্মেদ সিদ্দিকি বাচ্চু, কাজী আজম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল,সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, ছাত্রদল নেতা নুরপুরের তানভীর রায়হান তুহিন, লেবুতলার আবুল কালাম আজাদ, আর এন রোডের রাশেদ, মামুনুর রহমান বাবু, নলডাঙ্গার আলী আকবার মিঠু, আড়পাড়ার আমিনুর রহমান, চান্দুটিয়ার শফিয়ার রহমান, উপশহরের কাজী আজগর আলী, শার্শার বাগআচড়ার আব্দুল কুদ্দুস বিশ্বাস, দক্ষিন বুরুজ বাগানের আবুল হাসান জহির, উপশহরের উপাধ্যক্ষ মকবুল হোসেন, রাজারহাটের হাসান আলী, বেজপাড়ার শাহাবুদ্দিন, চুরামনকাটির সাইফুল ইসলাম, লেবুতলার সালাউদ্দীন আলী, শেখহাটির আব্দুর রাজ্জাক, হামিদপুরের শফিকুল ইসলাম, নরেন্দ্রপুরের জি এম সামাদ, হাতিপোতার পারভেজ হোসেন, মুড়লির রাজু আহম্মেদ, রুপদিয়ার মনিরুল ইসলাম পলাশ ও নুরপুরের পিকুল আহম্মেদ।
মামলায় এসআই জয়ন্ত সরকার উল্লেখ করেছেন, বৃহস্পতিবার রাতে পুলিশ খবর পায় মনিহার এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন লাগিয়েছে বিএনপির নেতাকর্মীরা। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে রাশেদ, মামুনুর রহমান বাবু, আলী আকবর মিঠু ও আমিনুর রহমানকে আটক করে। বাসে আগুন দেয়ার কারনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *