সমাজের আলো: অভিযানেও থামছে না রংপুরে বেসরকারি স্বাস্থ্যখাতের অনিয়ম কোনভাবেই শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না রংপুরের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে। অনিয়ম, অরাজকতার বিরুদ্ধে মাঝে মধ্যে স্বাস্থ্য প্রশাসন হুংকার দিলেও কোন তোয়াক্কা করেন না কেউই। পুলিশ এমন কী ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিলেও কয়েক দিনের মধ্যে সেগুলো খুলে চালু হচ্ছে পুরনো নিয়মেই। বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারের সেবার নামে নৈরাজ্য বন্ধে স্বাস্থ্য-প্রশাসনের কোন উদ্যোগই ফলপ্রসূ হয়নি। মাস দু’য়েক আগে জেলা প্রশাসন অর্ধশতাধিক যৌথ-অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ওষুধ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এসব অভিযানে অংশ নেয়। রোগী দেখে চিকিৎসাপত্র লেখার সময় হাতেনাতে ধরা পড়েন ওষুধের দোকানের সেলস-ম্যান, ভুয়া ডাক্তার,নার্সসহ অনেকে। পরে রংপুর মেডিকেলে ফাঁদ পেতে গ্রেফতার করা হয় দালাল চক্রের ৩৫ জন সদস্যকে। শর্ত অনুযায়ী উপযুক্ত পরিবেশ, বর্জ্য-ব্যবস্থাপনা, প্রয়োজনীয় ডাক্তার-নার্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন অংকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। সিলগালা করে দেয়া হয় বেশকিছু প্রতিষ্ঠান। তবে কয়েক সপ্তাহ না যেতেই সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন উদ্যমে খুলেছে প্রতিষ্ঠানগুলো। এ সবের বিরুদ্ধে শক্ত অবস্থান ধরে রাখতে পারেনি স্বাস্থ্য বিভাগ। রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, এইগুলো ক্লিনিকের জন্য তৈরি নয়। সবগুলো ভবন তৈরি বসবাসের জন্য। তবে ক্লিনিক হওয়া পরিবেশের দিক থেকে একটা ঘাটতি রয়েছে, সেদিকে আমরা নজর রাখছি। বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ডা. সৈয়দ মামুনুর রহমান অভিযোগ স্বীকার করে এ জন্য স্বাস্থ্যবিভাগকেই দায়ী করলেন। তিনি বলেন, প্রশাসন ঢিলেঢালা পদক্ষেপ নিলেই স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো মুনাফার দিকে ঝুঁকে যাচ্ছে। স্বাস্থ্যবিভাগ ৫ শতাধিক হাসপাতাল-ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১১৭টির বৈধতালিকা প্রকাশ করেছে। কিন্তু মালিক সমিতি বলছে ২০৬টি আবেদন জমা পড়লেও অনুমোদন আছে মাত্র ২৩টির। তদন্ত করে ৮২টিকে লাইসেন্স দেয়ার সুপারিশ করা হয়েছে, বাকিগুলো এখনও পরিদর্শনই করেনি স্বাস্থ্য বিভাগ।

