সমাজের আলো : লাইন্সের মালিকানা নিয়ে জালিয়াতির অভিযোগে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাচন কমিশনার এইচ এম আরাফাতের লাইসেন্স স্থগিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ।গত ২৯ ডিসেম্বর ২১ তারিখে কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার অতিরিক্ত কমিশনার ও লাইসেন্সি কর্তৃপক্ষের সভাপতি মো: তাসনিমুর রহমান উক্ত লাইন্সেসের সাময়িক স্থগিত করেন এবং পত্র জারির ৭ কার্যদিবসের মধ্যে বুকলেট কাস্টমসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।জানা গেছে, ভোমরা বন্দরে মো: রফিউদ্দীন বিশ্বাস ভোমরা সিএন্ডএফ এজেন্ট মেসার্স আল্লার দান নামে লাইসেন্স গ্রহণ করেন। ১৯৯৭ সালে লাইসেন্সের মালিক রফিউদ্দীন বিশ্বাসের মৃত্যুর পর এইচ এম আরাফাত এর আবেদনের প্রেক্ষিতে রফিউদ্দীন বিশ্বাসের সত্ত্বাধিকারী হিসেবে বুকলেট ইস্যু হয়। ওই অবৈধ লাইসেন্স নিয়েই ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এবং বর্তমান নির্বাচন কমিশনার এইচ এম আরাফাত বন্দরে কার্যক্রম চালিয়ে আসছিলেন। সম্প্রতি লাইসেন্সের মালিক মরহুম রফিউদ্দীন বিশ্বাসের স্ত্রী কাস্টমসে আবেদন করলে কাস্টমস লাইসেন্সটি সাময়িক স্থগিত করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *