সমাজের আলো: বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন জানিয়েছেন, কৃষকদের নেয়া চার কোটি রুপির বেশি কৃষি ঋণের অর্থ তিনি শোধ করে দিয়েছেন।

নিজের ব্লগ পাতায় মঙ্গলবার তিনি লিখেছেন, ১৩৯৮জন কৃষকের ঋণের দায়িত্ব নিয়েছেন। তাদের সবার কৃষি ঋণের বকেয়া অর্থ তিনি ব্যাংকে শোধ করে দিয়েছেন, যা তাকে কোন কিছু ‘সম্পন্ন’ করার অনুভূতি দিয়েছে।

এই কৃষরা ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা, যেখানে অমিতাভ বচ্চনের জন্ম হয়েছিল। ভারতে প্রতিবছর হাজার হাজার কৃষক ঋণ পরিশোধ করতে গিয়ে সমস্যায় পড়েন। কয়েক দশক ধরে খরা, পানির জন্য খরচ, উৎপাদনে হ্রাস এবং আধুনিকায়নের অভাবে ভুগছে দেশটির কৃষিখাত।

এসব কারণে অনেক কৃষকের আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে। ১৯৯৫ সাল থেকে এসব কারণে অন্তত তিন লাখ কৃষক আত্মহত্যা করেছেন বছরের শুরুর দিকে অমিতাভ বচ্চন মহারাষ্ট্র রাজ্যের ৩৫০জন কৃষকের ঋণ পরিশোধ করে দিয়েছিলেন। ঋণের ছাড় আর কৃষিপণ্যের ন্যায্য মূলের দাবিতে গত বছর রাজ্যটির হাজার হাজার কৃষক বিক্ষোভ করেছিলেন।

যদিও এই নামী অভিনেতার বিষয়ে কৃষি জমি নিয়ে বিতর্ক আছে। ২০০৭ সালে একটি আদালত রুল জারি করেছিল যে, তার নামে যে ৯০ হাজার বর্গফুটের জমি বরাদ্দ করা হয়েছে, তা বেআইনিভাবে হয়েছে।

তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগও আনা হয়েছিল। তবে ওই জমি থেকে তিনি দাবি তুলে নেয়ার পর সেই অভিযোগ প্রত্যাহার করা হয়।

১৯০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। এখনো অনেক চলচ্চিত্রে তার তারকাময় পদচারণা রয়েছে।

ভারতে সবচেয়ে দেখা টেলিভিশন অনুষ্ঠান ‘কোন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানটি সঞ্চালনাও করেছিলেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *