সমাজের আলো: লাখ লাখ আমেরিকানদের জন্য অর্থছাড় না করায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেলের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এসময় মিচ ম্যাককনেলের বাড়ির সামনে রঙিন কালি দিয়ে লেখা হয়, ‘আমাদের অর্থ কোথায়?’ স্থানীয় সময় শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এর আগে শুক্রবার মার্কিন সিনেট অর্থছাড়ের বিষয়টি আটকে দিয়েছিল। এমন হামলার কড়া জবাব দিয়েছেন মিচ ম্যাককনেল।

