সমাজের আলো : ভয়ঙ্কর মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও ইয়াবাসহ রাজধানীতে ১০ ধনীর দুলালকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম আইস ও পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত আইসের বাজারমূল্য অর্ধকোটি টাকা। আর এই আইস থেকে কমপক্ষে এক লাখ পিস ইয়াবা তৈরি করা যেত বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ডিএনসি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই ধনীর দুলাল। কেউ কেউ নিজেই বড় ব্যবসায়ী। অনেকে সেবন করতে গিয়ে আইস কারবারে জড়িয়ে পড়েন। অনেক প্রভাবশালীর সন্তানের নামও রয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে। তবে গ্রেপ্তার অভিযান চলমান থাকায় এখনই তাদের নাম-ঠিকানা প্রকাশ করতে চায় না ডিএনসি কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃতরা হলেন- রুবায়াত, রোহিত হোসেন, মাসুম হান্নান, আমানুল্লাহ, মোহাইমিনুল ইসলাম ইভান, মুসা উইল বাবর, সৈয়দা আনিকা জামান ওরফে অর্পিতা জামান, লায়লা আফরোজ প্রিয়া, তানজিম আলী শাহ ও হাসিবুল ইসলাম।

