সমাজের আলো ঃ অসহায় ও হত-দরিদ্র মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছে শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ঈশ্বরীপুর গ্রামে সাহারা খাতুন কে শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশনের মানবিক কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করেন।
এক জন অসহায় নারী ২ সন্তানের জননী চিকিৎসার জন্য তার একমাত্র আয়ের উৎস সেলাই মেশিন টি বিক্রয় করে চিকিৎসা হয়েছিল। তার এই অসহায়ত্ব দেখে তাকে সাবলম্বী করতে নতুন টা সেলাই মেশিন দেওয়া হয়। সহযোগিতা করেছেন আইডিয়াল হিউম্যানিটি ফাউন্ডেশন। খু্ব কম সময়েই মানব কল্যাণ ফাউন্ডেশনের ইতিবাচক ও মানবিক এই তৎপরতা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এই দুঃসময়ে সহযোগিতা পেয়ে মক্কা মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হতদরিদ্র সাহারা খাতুন।
সেলাই মেশিনটি হস্তান্তর করেন,শ্যামনগর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান (সাঈদ) ও সংগঠনের প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, স্বেচ্ছাসেবী বৃন্দ। মানবিক কর্মসূচি সাধ্য মতো সবসময় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

