সমাজের আলো: বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে নব্য জেএমবির দুই শীর্ষ নেতাসহ চারজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টায় শিবগঞ্জ উপজেলার চণ্ডিহারা ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার সহযোগিতায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাঁদের আটক করেন। পুলিশ বলছে, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, দুটি গুলি, দুটি কার্তুজ, একটি ওয়ানগান শুটার, একটি চাপাতি, তিনটি চাকু, এক কেজি বিস্ফোরক তৈরির পাউডার এবং গ্রেনেড তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন নব্য জেএমবির আইটি শাখার সদস্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তরশ্রীরামপুর গ্রামের তানভীর আহম্মেদ ওরফে আবু ইব্রাহিম (২৫), মিডিয়া শাখার প্রধান ও টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার জগতপোড়া গ্রামের মো. জাকারিয়া জামিল (৩১), সক্রিয় সদস্য ময়মনসিংহ সদরের চকশ্যামরামপুর গ্রামের আতিকুর রহমান (২৮) এবং একই গ্রামের আবু সাঈদ (৩২)। তাঁদের মধ্যে তানভীর আহম্মেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আতিকুর রহমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *