সমাজের আলোঃ রাজধানীর কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স থেকে দেড় মণ গাঁজা উদ্ধারসহ জাহাঙ্গীর আলম (৩৩) নামে এক মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে থেকে অ্যাম্বুলেন্সসহ তাকে আটক করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোগী পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স থেকে দেড় মণের বেশি গাঁজা উদ্ধারসহ একজনকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
