সমাজের আলো ঃ সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম(#ssst) এর উদ্যোগে কাশিমাড়ীতে ৭ জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত রক্তের গ্রুপ ক্যাম্পে গ্রুপ নির্ণয় করেন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম এর সদস্য রাইসুল ইসলাম,স্বপন দাস,জাহাঙ্গীর আলাম,উত্তম কুমার প্রমুখ। এ সময় গুরুপ ক্যাম্পে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রেজাউল করিম,সহকারি শিক্ষক আব্দুল্লা সিদ্দিকী, মারুফা বেগম প্রমুখ।

