সমাজের আলো : গ্রামের নাম কৃষ্ণনগর। তবে নগরের বালাই নেই। গ্রাম বলতে গ্রামই, একেবারে অবহেলিত। তবে শ্রী কৃষ্ণের অবয়বের আঁধার সম্প্রতি দূর করে বিদ্যুৎ। যদিও জেলা কিংবা উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য নেই কোনো রাস্তা। শিক্ষার ব্যবস্থাও নেই। অবশ্য গ্রামটিতে লোকসংখ্যা মাত্র ২০০ বা তার কিছু বেশি। সেই গ্রামের জন্যই হতে যাচ্ছে ২৩ কোটি টাকা ব্যয়ে সেতু। উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে একটি প্রাথমিক স্কুল করার। এ যেন বর্তমান সরকারের গ্রামকে শহর করার উদ্যোগেরই অংশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পশ্চিম দিকে অনেকটাই বিচ্ছিন্ন গ্রাম কৃষ্ণনগর। গ্রামটির নামও অনেকের জানা নেই। জানতেন না স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক। তবে জানামাত্র গ্রামটিকে ঘিরে তিনি নিয়েছেন নানা পরিকল্পনা। এরই অংশ হিসেবে দুই শতাধিক মানুষের যাতায়তের সুবিধার্থে করে দিচ্ছেন ২৩ কোটি টাকা ব্যয়ে সেতু। এর মধ্যেই সেতুটির টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। আনিসুল হক এমপি বলেন, ‘আমি নিজেও গ্রামটির নাম জানতাম না। ওই এলাকার মানুষের কাছে গ্রামের নামটি শুনে লজ্জা পাই। আমার এলাকার একটি গ্রামে যোগাযোগের ব্যবস্থা নেই জেনেও লজ্জাবোধ করি। এলাকার মুরুব্বিদের কথা শুনে সেখানে একটি সেতু করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি’। শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেলাই মেশিন, বেড়জাল ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী ওই গ্রামে সেতু নির্মাণের পিছনের কাহিনী সমবেতদের উদ্দেশে তুলে ধরেন। এলাকার মুরুব্বিরা মন্ত্রীর ঢাকার গুলশানের কার্যালয়ে গিয়ে গ্রামের অবস্থা সম্পর্কে অবহিত করেন বলে জানান মন্ত্রী। এর আগে আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল ওই অনুষ্ঠানে মন্ত্রীর সামগ্রিক চিন্তাভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে ওই সেতু নির্মাণের বিষয়টি জানান। খোঁজ নিয়ে জানা গেছে, ধরখার ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামটি আখাউড়া উপজেলা সদর থেকে পশ্চিম দিকে প্রায় তিন কিলোমিটার দূরে। আখাউড়া উপজেলা সদরে যাতায়ত করতে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের উপর দিয়ে আসা সড়ক ব্যবহার করতে হয়। আখাউড়ার বাসিন্দা হলেও যোগাযোগ ব্যবস্থার সুবিধার কারণে মূলত জেলা সদরে ওই গ্রামের মানুষের যাতায়ত বেশি। ওই গ্রামের মানুষ কৃষি নির্ভর। সেখানকার নানা রকমের সবজি আখাউড়াসহ বিভিন্ন এলাকাতে বিক্রি হয়। গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় করার জন্য জায়গা থাকলেও বাস্তবায়িত হচ্ছে না। সার্বিক বিষয় নিয়ে এলাকার কয়েকজন সম্প্রতি গুলশান কার্যালয়ে গিয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেন। মন্ত্রী তাৎক্ষনিকভাবে এ বিষয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে এলাকার সার্বিক বিষয়ে আশ্বাস প্রদান করেন। বরিশল গ্রামের বাসিন্দা মো. বিল্লাল হোসেন বলেন, ‘কৃষ্ণনগর গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা নেই বললেই চলে। তবে এখন সেতু নির্মাণ হলে খুব সহজেই তারা আখাউড়া উপজেলা সদরে আসতে পারবে। এলাকার সংসদ সদস্য মন্ত্রী বলেই মাত্র ২০০ মানুষের জন্য এত টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছে’। ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আরিফুল হক বাছির বলেন, ‘ইউনিয়ন সদরের সঙ্গে যোগাযোগের জন্য একটি মাটির রাস্তা করে দেওয়া হয়। তবে এখন সেতু নির্মাণ হলে ওই এলাকার মানুষ খুব সহজেই উপজেলা সদরে যেতে পারবে। এ কাজটির জন্য মন্ত্রী মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা’। আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তাকজিল খলিফাক কাজল বলেন, ‘আমরা এমপি হিসেবে এমন একজনকে পেয়েছি যিনি প্রতিটি এলাকার উন্নয়নের জন্য মুখিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় তিনি মাত্র এক-দেড় শ ভোটারের এলাকা কৃষ্ণনগর গ্রামের জন্য ২৩ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের ব্যবস্থা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *