সমাজের আলো : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের মধ্যে কথোপকথনের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর স্যোসাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সরকারি মহলে তোলপাড় শুরু হয়েছে, রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে আইনমন্ত্রী এর সাফাই গেয়ে তা হালকাভাবে নেয়ার চেষ্টা করছেন। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত করে দেখা হবে বিষয়টি আসলে কী।

ইউটিউবে ছড়িয়ে পড়া ৩ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ফোনালাপে শোনা গেছে, সালমান এফ রহমান একটি প্রকল্পের কাজের ব্যাপারে আইনমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর আরেকজন উপদেষ্টার কথা বলেছেন। মন্ত্রী বলেন, ‘সেটা পাস করে দিয়েছি, ওটাই বুঝাতে পারছিল না’, এ সময় আরেকজন পূর্ণমন্ত্রীর নামও আসে। এরপর উচ্চ আদালতের একটি পিটিশনের বিষয়ে কথা বলেন তারা। তাছাড়াও জার্মানির একটি কোম্পানির কাজের বিষয়েও আলাপ করেন তারা।
ইউটিউবে এই অডিও ফাঁস হওয়ার পর নানাজন নানারকম বিরূপ মন্তব্য করতে থাকেন। সরব হন বিএনপি নেতারাও। গত বৃহস্পতিবার (১০ ফেব্রয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, স¤প্রতি সোশ্যাল মিডিয়ায় নিশিরাতের সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনালাপ ফাঁস হয়েছে। এই হাইভোল্টেজ আলাপনই এখন ‘টক অব দ্য ইউনিভার্স’। রিজভী আরো বলেন, কথিত ডিজিটালাইজড করার নামে দেশে দুর্নীতির যে রমরমা বাণিজ্য চলছে এই দুই ব্যক্তির কথায় সেটি দৃশ্যত প্রমাণিত।

অবশ্য গতকাল রবিবার সচিবালয়ে বাংলাদেশ বার কাউন্সিলের নেতাদের কাছে প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাওয়া ২০ কোটি টাকার প্রণোদনার চেক হস্তান্তর অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক এ বিষয়ে বলেছেন, যারা সোশ্যাল মিডিয়ায় এটি প্রচার করছে, তারা একটা ইনোসেন্ট কনভারসেশনকে পুঁজি বানানোর চেষ্টা করছে। কারণ তাদের হাতে আর কিছু নেই। আনিসুল হক বলেন, আমি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে কথা বলছি। তিনি আমাকে কিছু জিজ্ঞাসা করেছেন। সেখানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টার একটা প্রজেক্ট, যেটা হচ্ছে তার ব্রেইন চাইল্ড- ইনফো প্রজেক্ট, সেটা নিয়ে আলাপ হয়েছে। আমি সেগুলোর জবাব দিয়েছি। আইনমন্ত্রী বলেন, যারা দেউলিয়া তারাই এগুলো প্রচার করছে। অবশ্যই এটির তদন্ত হবে এবং এটাকে গুরুত্ব দেয়া আমার মনে হয় সঠিক হবে না।

অন্যদিকে গতকাল দুপুরে সচিবালয়ে সড়কে আইনশৃঙ্খলা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আইনমন্ত্রীর কথপোকথনের ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে অনুসন্ধানের ব্যাপার রয়েছে। এটা তদন্তের বিষয়। এটা কীভাবে রেকর্ড হলো, সেটা দেখার বিষয় আছে। নিশ্চিত না হয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। তিনি বলেন, আমাদের সরকারিভাবে এরকম রেকর্ড করার কোনো সিস্টেম নেই। এটা যদি করে থাকে তাহলে কেউ ইচ্ছাকৃতভাবে অন্য কোনো প্রযুক্তি বের হয়েছে কিনা দেখার বিষয় আছে। এমটিএমসি একটিমাত্র প্রতিষ্ঠান যেখানে ল’ফুল ইন্টারসেপশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া মনিটর বা প্রকাশ করতে পারে না। কাজেই অনুসন্ধানের ব্যাপার আছে। অন্য কোনো দেশ করেছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাইরের দেশ কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলতে পারব না। এটা দেখতে হবে কীভাবে এলো। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কেউ মনিটরিং করতে পারবে না, প্রকাশও করতে পারবে না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *