সমাজের আলো : চমেকে আইসিইউ ১০টি শয্যার বিপরীতে পাঁচটি এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চারটি আইসিইউ শয্যা খালি থাকার পরও খালেদাকে নেওয়া হয়নি। ছবি: আজকের পত্রিকাচট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ১০টি শয্যার বিপরীতে পাঁচটি শয্যা খালি থাকা সত্ত্বেও আইসিইউ পাননি পোশাককর্মী খালেদা (৩৫)। আইসিইউর অভাবে সাধারণ শয্যায় চার দিন ছটফট করে আজ রোববার মারা গেলেন তিনি। ‘আমাদের মতো গরিবদের জন্য কেউ নেই। আমার মেয়ে আইসিইউর অভাবে মারা গেছে।’ বিনা চিকিৎসায় মেয়ের এমন মৃত্যুতে অসহায়ের মতো কাঁদতে কাঁদতে এ কথা বলেন খালেদার মা সৈয়দা বেগম। সৈয়দা বেগম যখন আজকের পত্রিকার সঙ্গে ফোনে কথা বলছিলেন, তখন অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছিল। সৈয়দা বলেন, ‘মেয়ের দাফন গ্রামের বাড়িতে তাঁর বাবার কবরের পাশে হবে।

