সমাজের আলো।। আগামী ১৭ ও ১৮ অক্টোবর সাতক্ষীরা জেলা রাগবি ক্লাবের আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৭ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে উদ্বোধন হতে যাচ্ছে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর খেলা। আগামী ১৮ অক্টোবর শনিবার বিকাল ৩টায় উক্ত খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সাতক্ষীরা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, তুফান কোম্পানী লিমিটেডের পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক আখতার-উজ-জামান প্রমুখ।
সাতক্ষীরা রাগবি ক্লাবের আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর খেলায় অংশ নেবে স্বাগতিক সাতক্ষীরা জেলা দল, মাগুরা জেলা, নড়াইল জেলা, নীলফামারী জেলা, গোপালগঞ্জ জেলা ও যশোর জেলা দল। সাতক্ষীরা জেলা রাগবি ক্লাবের আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর সকল খেলাসহ সমাপনী ও ফাইনাল খেলা উপভোগ করার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন সাতক্ষীরা জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল ও সাধারণ সম্পাদক আল-ইমরান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *