সমাজের আলোঃ সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলুর রুহের মাগফিরাত কামনায় কলারোয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
২৪ জুলাই শুক্রবার বাদ আছর ক্লাবের নিজস্ব ভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
ক্লাবের অর্থ সম্পাদক মোস্তফা হোসেন বাবলুর সভাপতিত্বে মহসিন হোসেন বাবলুর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে আলোচনা করেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা এ্যাড. কাজী আবদুল্লাহ-আল হাবিব, সিনিয়র সহ-সভাপতি এস,এম জাকির হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অর্থ দপ্তর সম্পাদক প্রভাষক মুহা. আসাদুজ্জামান ফারুকী,প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ক্রীড়া-সংস্কৃতি ও সাহিত্য সম্পাদক মোঃ আরিফুল হক চৌধুরী, নির্বাহী সদস্য গোলাম রসুল,জি.এম জিয়া প্রমুখ। সমাপণী বক্তব্য পেশ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন- ক্লাবের দপ্তর সম্পাদক,জাতীয় ইমাম সমিতি কলারোয়া উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক মুহা. আসাদুজ্জামান ফারুকী।
