সমাজের আলো : আজ রোববার (৯ মে) বিকাল ৪ টার সময় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ চৌধুরীকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হবে।সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরীকে তুজুলপুর গাছের পাঠশালার আয়োজনে, গাছের পাঠশালার প্রতিষ্টাতা সিনিয়র সাংবাদিক মোঃ ইয়ারব হোসেন সহ গাছের পাঠশালার কর্মকর্তা কলাকুশলী ও সমাজের আলো’র সকল স্টাফগণ ও অনান্য গর্ণমান্য ব্যক্তিদ্বয় এসময় উপস্থিত থাকবেন।তুজুলপুর গাছের পাঠশালার প্রতিষ্টাতা সাংবাদিক মোঃ ইয়ারব হোসেন সকলকে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

