সমাজের আলোঃ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ বয়স মাত্র ৮ বছর। এই বয়সে বিরল রোগে আক্রান্ত শরিফা খাতুন। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের হরিণা মাঝের পাড়া গ্রামের আশরাফুল ইসলাম ও ফাহিমা খাতুনের একমাত্র কন্যা শরিফা। শরিফার (পিতা) আশরাফুল পেশায় ভ্যানচালক ও দিনমজুর।
শরিফার জন্মের পর মাথায় গোটা গোটা লাল দাগ ছিল। মনে হচ্ছিল জন্মদাগ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লাল ধীরে ধীরে দাগের স্থান থেকে হাড় বাড়তে থাকে। বর্তমানে যেটি বৃহৎ আকার ধারণ করেছে।
রোগটির কারণে তার দুই চোখের পাতা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মাথার পেছনের অংশের টিউমার ২টি শিংয়ের আকার ধারণ করেছে। মাথার উপরের অংশে খুলি এবং জয়েন্টে কোনো ও হাড় নেই।
টিউমার আক্রান্ত শরিফার পিতা আশরাফুল ইসলাম জানান, ২০১১ সালের জুন মাসের ৩০ তারিখ আশরাফুল ইসলাম ও ফাহিমা খাতুনের কোল আলো করে জন্ম নেয় শরিফা। পরিবারিক অসচ্ছলতা সত্বেও মেয়ের চিকিৎসা অব্যাহত রাখেন পিতা-মাতা, স্বজনরা।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারপর সাতক্ষীরা সদর হাসপাতাল পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজেও চিকিৎসা চলে তার। তেমন উন্নতি না হওয়ায় খুলনা খ্রিস্টান মিশন, শিরোমণি চক্ষু হাসপাতাল, যশোর কুইন্স হাসপাতাল, যশোরের ইবনে সিনা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়ে ও তার শারীরিক কোনো উন্নতি হয়নি।
তিনি জানান, শরিফা তাদের একমাত্র সন্তান। দ্বিতীয়বার আরও একটি মেয়ে সন্তান জন্ম নিলেও জন্মের কিছুদিন পর মেয়েটি মারা যায়।

