সমাজের আলো ঃ বিচারকের আসনে বসা দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দুইজন আইনজীবির মধ্যে বাগবিতন্ডা ও কটূবাক্য বিনিময়ের দুটি পৃথক ঘটনার জেরে সাতক্ষীরার সবগুলি ম্যাজিস্ট্রেট কোর্টের কার্যক্রম মঙ্গলবার বন্ধ হয়ে গেছে। এর ফলে বিপুল সংখ্যক বিচারপ্রার্থী ভোগান্তির শিকার হয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে বাদী বিবাদী এবং সাক্ষী সহ সকল পক্ষেরই লোকজন ছিলেন। আজ বুধবার আদালত চলাকালীন এসব ঘটনা ঘটে।

জানা গেছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে একটি মামলার আসামীপক্ষে যুক্তিতর্ক প্রদর্শন করেন অতিরিক্ত পিপি এ্যাড. জিএম ওকালত আলী। এসময় ম্যাজিস্ট্রেটের সাথে একটি ধারার জামিন দেওয়া না দেওয়া নিয়ে দুইপক্ষের মধ্যে বিতর্ক হয়। এরই এক পর্যায়ে জিএম ওকালত আলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামকে বিচারাসন থেকে নেমে যাওয়ার হুমকি দেন। এর কিছুক্ষনের মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে নেমে যান। বেশ কয়েক মিনিট পর তিনি আবার আদালতে এসে বিচার কার্যক্রম শুরু করেন।
এদিকে এ ঘটনার পরপরই পাশের আরও একটি জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট সুবর্না পালের সাথে বাগবিতন্ডা সৃষ্টি হয় সাবেক এপিপি এ্যাড. মিজানুর রহমান পিন্টুর। উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত কটূবাক্যের বিনিময় ঘটে। এসময় একে অন্যকে বেরিয়ে যাওয়ার হুমকি দেন। একই সময়ে পাশাপাশি দুটি বিচারাদালতে এমন অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুবর্না পাল আদালতের কার্যক্রম স্থগিত করেন। একইসাথে সবগুলি ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর পরপরই পুরো আদালত পাড়ায় শুরু হয় হট্টগোল। সব আদালতে বিচার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিচার প্রার্থী বাদী বিবাদী এবং সাক্ষী সহ সংশ্লিষ্টরা মহা সমস্যায় পড়েন। তারা শেষ পর্যন্ত আদালত চত্ত্বর ত্যাগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরার পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাড. আব্দুল লতিফ বলেন, দুটি ঘটনা সম্পর্কে আমি অবহিত হয়েছি কেবলমাত্র কিছু কটূবাক্য বিনিময়ের কারনে। বিষয়টি দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা করছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *