সমাজের আলোঃ নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হাবিবুর রহমান ওরফে হাবিল মোল্যা, মোক্তার মোল্যা এবং রফিক মোল্যা।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে দীর্ঘদিন ধরে মিরাজ মোল্যা নেতৃত্বাধীন গ্রুপ এবং সুলতান মাহমুদ বিপ্লব নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে উভয় গ্রুপ বুধবার দুপুর ৩ টার দিকে ঢাল, সড়কি, রামদাসহ নানা দেশীয় অস্ত্র নিয়ে গন্ডব গ্রামের গো-হালটে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে মিরাজ মোল্যা গ্রুপের ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ওই গ্রামের মনতাজ মোল্যার ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিল মোল্যা (৫২), মৃত মাজেদ মোল্যার ছেলে মোক্তার মোল্যা (৫৮), সাইফার মোল্যার ছেলে রফিক মোল্যা (৫০)। সংঘর্ষে মারাত্মক ক জখম হবার পর চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নেবার পথে প্রথম দুজনের মৃত্যু হয়।
অন্যদিকে সাইফার মোল্যার ছেলে রফিক মোল্যাকে আশংকাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে নেবার পথে বিকালে তার মৃত্যু হয়।
