সমাজের আলো : আগামী ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে (২৬ মে) রবিবার দিনব্যাপী লাবসা, ফিংড়ি, আলিপুর, ভোমরা, ঘোনা, পৌর ৪ নং ওয়ার্ডসহ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মত বিনিময়ের মাধ্যমে আনারস প্রতীকে ভোট চান চেয়ারম্যান পদপ্রার্থী সুশান্ত কুমার মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শফিক উদ্দৌল্লা সাগর, অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র, শিক্ষক মীম সাইফুল ইসলাম, আকবর হোসেন, পাল শুভাশিস, হাবিবুর রহমান, এসএম রবিউল ইসলাম, পার্থ সারথি সেন, জিএম আবু সাঈদ, খন্দকার আনিসুর রহমান, কৃষকলীগ নেতা আবুল কালাম, বাপী বসু, আবু সাঈদ, বিপ্লব, সাকিব আল হাসান সেতু, মোঃ সোলাইমান, বিপ্লব, আল ইমরান, সোহেল, আসাদুজ্জামান লাভলু, অমিত কুমার ঘোষ, মোঃ বেলায়েত আলী, মহিদ হোসেন, জামিনুর, নয়ন, তৌকির, সুকুমার রয়সহ কর্মীসমর্থকরা।
আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডল বলেন, আমার বিশ্বাস সকলের দোয়া ও আশীর্বাদে আগামী ২৯ তারিখের নির্বাচনে দল মত নির্বিশেষে সকলে আমাকে ভোট দিয়ে জয়ী করবে ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *