সমাজের আলো : অনান্য এক নজির স্থাপন করলেন, এক মায়ের গর্ভে জন্ম নেয়া আপন দুই বোন।তারা পৃথক দু’টি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দৃষ্টান্ত নজির স্থাপন করলেন।আর এরই মাঝে আরো একবার প্রমাণ করে দিলেন, নারীরা ও পারে!ইউনিয়ন পরিষদের নির্বাচনে তারা দুই বোন পৃথক দুটি ইউনিয়ন থেকে নির্বাচন করে বেসরকারীভাবে বিজয়ী হন।আর এই বিরল ঘটনাটি ঘটেছেপাবনা জেলায়ছোট বোন নুরজাহান বেগম চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়ন অপর বোন সুলতানা জাহান বকুল ভাঙ্গুরা উপজেলার অস্টমনিষা ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে তারা দুই বোন দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

