সমাজের আলো : নাতনীর পরকীয়ার ঘটনা জেনে যায় নানা। বকাঝঁকা করায় নাতনীর প্রেমের কাঁটা হয়ে দাঁড়ায় নানা শামসুল শেখ। সেই পথের কাঁটা সরাতে পরকীয়া প্রেমিকের বুদ্ধিতে পিতৃতুল্য নানার শরীরে বিষ পুশ করে হত্যা করে নাতনী কামনা খাতুন (১৯) ও তার পরকীয়া প্রেমিক ওহিদ হোসেন ওরফে রাশেদ আলী (২৪)। পরে সে হত্যার দায় চাপানো হয় সাবেক স্বামী হাসানের ওপর। মামলার প্রেক্ষিতে স্বামী হাসানকে গ্রেফতারও করে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়ে তথ্যের ভিন্নতা পায় পুলিশ। নাতনী কামনা খাতুনকে গ্রেফতার করে আদালতে তোলা হলে পরকীয়া প্রেমিক রাশেদকে জড়িয়ে নানা শামসুল শেখের হত্যার দায় স্বীকারও করেছেন নাতনী কামনা খাতুন।
গত ২৯ নভেম্বর রাতে চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরে রোববার দুপুরে (৫ ডিসেম্বর) কামনা খাতুন তার প্রেমিক রাশেদকে জড়িত করে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন। রাশেদ চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের আবু সাইদের ছেলে এবং গ্রেফতারকৃত কামনা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ইদগাপাড়ার কামাল মন্ডলের মেয়ে।

