সমাজের আলো ঃ রানপ্রসবা চট্টগ্রামে চার-ছক্কার ফোয়ারা ছুটবে, ম্যাচ শুরুর আগেই এমন আভাস দিয়েছিলেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো। অধিনায়ক তামিম ইকবালও তাই টস জিতে বাড়তি সুবিধা পেতে ব্যাটিং বেছে নিলেন। যদিও তিনি স্কোরবোর্ডে ২৬০ এর মতো জমা করার আশা প্রকাশ করেছিলেন। কিন্তু লিটন দাস আর মুশফিকুর রহিমের প্রত্যাবর্তনের ম্যাচ অধিনায়কের প্রত্যাশার সীমাকেও ছাড়িয়ে গেল। নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩০৬ রান। চট্টগ্রামের মাটিতে এটিই টিম টাইগার্সের সর্বোচ্চ সংগ্রহ। সিরিজে টিকে থাকতে হলে সফরকারীদের করতে হবে ৩০৭ রান।

