সমাজের আলো : আফগানিস্তানের যুদ্ধ শেষের ঘোষণা দিয়েছে তালেবান। রোববার তাদের হাতে পতন হয় রাজধানী কাবুলের। প্রেসিডেন্ট আশরাফ গণি এদিনই পালিয়ে গিয়েছেন পার্শ্ববর্তী রাষ্ট্র তাজিকিস্তানে। এরপর থেকেই কাবুলের রাস্তাঘাটে তালেবান মিলিশিয়াদের টহল দিতে দেখা যায়। আতঙ্কে কাঁপছে পুরো আফগানিস্তান। থমথমে অবস্থা বিরাজ করছে প্রধান শহরগুলোতে। আফগানদের দীর্ঘদিনের স্বাভাবিক জীবন থমকে গেছে। দেশ ছাড়ার হিড়িক পড়েছে নাগরিকদের মধ্যে। কিন্তু এখন একমাত্র ওয়ে আউট হচ্ছে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর। সোমবার সেখানে হাজার হাজার মানুষ জড়ো হন দেশ ছেড়ে পালাতে। এ সময় সেখানে সৃষ্টি হয় সিনেমার দৃশ্য। প্রাণভয়ে মানুষ বিমানে ওঠার জন্য ছুটছে। কেউ কেউ বিমানের পাখা, চাকা ধরে কোনোমতে ঝুলে আছেন। মধ্য আকাশ থেকে কেউ বিমান থেকে ছিটকে পড়ছেন। এতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের কূটনীতিক ও নাগরিকদের উদ্ধারে বিমান পাঠিয়েছে। সেখানে যেসব বিদেশি সাংবাদিক কাজ করছেন তারা জানিয়েছেন, কাবুল বিমানবন্দর হচ্ছে এখন দেশটির সবথেকে বড় ক্রাইসিস পয়েন্ট। তালেবানরা এখনও বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে পারেনি। রয়েছে মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে। তবে কাবুলের বাকি অংশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র সমর্পণ করেছে। সব মিলে আফগান পরিস্থিতি এখনও ঘোলাটে। এদিকে আফগানিস্তানে তালেবান সরকার নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে চীন ও পাকিস্তান। চীন জানিয়েছে, তারা তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমপর্ক চায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং সাংবাদিকদের কাছে সোমবার বলেন, নিজেদের ভাগ্য স্বাধীনভাবে বেছে নেয়ার যে অধিকার আফগানদের রয়েছে তাকে সম্মান করে চীন। আমরা আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সমপর্ক তৈরিতে আগ্রহী। অপরদিকে তালেবানের বিজয়কে পাকিস্তানের পক্ষ থেকে ঐতিহাসিক সম্ভাবনা বলে আখ্যায়িত করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আফগানিস্তানে রাজনৈতিক একটি সমাধানের জন্য অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে পাকিস্তান। দেশটি আশা করে, আফগানিস্তানের সবপক্ষ অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে।

