যশোর অফিস : আফিল এ্যাকুয়া ফিস লিমিটেডের আয়োজনে গতকাল ইন-পন্ড রেসওয়ে সিস্টেম (আইপিআরএস) শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আফিল গ্রুপের চাচড়া অফিসে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাবলু। প্রশিক্ষণে দক্ষিণ পশ্চিমা লের ২০ জন খামারি অংশ গ্রহণ করেন।
মাহবুব আলম লাবলু বলেন, দক্ষিণ পশ্চিমা লের মধ্যে সর্বপ্রথম আইপিআরএস পদ্ধতি চালু করে আফিল গ্রুপ। যা মানুষের প্রতি আফিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিনের ভালোবাসার বহিঃপ্রকাশ। এসময় তিনি মৎস্য সেক্টরের উন্নয়নে আইপিআরএসএর গুরুত্বপূর্ণ দিকসমুহ তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান, ওয়াল্ড ফিসের মার্কেট সিস্টেম স্পেশালিস্ট হাসান আলম, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট ফাতিমা শাহিন কাশফি, মো. মনিরুজ্জামান, আফিল গ্রুপের ব্যবস্থাপক (হিসাব) জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

