সরদার আবু সাইদ: সদর উপজেলার আবাদের হাট বাজারের আরসিসি রোড ও সের্ড নির্মানে ১৩ লাখ টাকার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। দূনীতির প্রতিকার চেয়ে সরকারি কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে জানা গেছে ১৩ লাখ টাকা ব্যায়ে আবাদের হাটে নির্মান করা হচেছ রোড ও পাকা সের্ড। লিখিত অভিযোগে বলা হয়েছে মাটি মেশানো বালি ব্যাবহার করা হচেছ।পুরাতন ইট দিয়ে কাজ করছে ঠিকাদার। এক নং ইট দেওয়ায় পরিবর্তে নিন্মমানের ইট দিয়ে কাজ করা হচেছ। স্থানীয় সরকার অধিদপ্তরের এ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
