সমাজের আলো : মুন্সীগসপঞ্জে বেড়াতে এসে নৌকাডুবিতে ৩ ভাইবোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ জুলাই) বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার গুহেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই মামাতো ফুফাত ও খালাতো ভাইবোন।তার হলেন- সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের উত্তর গুহেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. আরাফাত (৮), পশ্চিম দেওভোগ গ্রামের আজিম হোসেনের মেয়ে হাফসা আক্তার (৭), ঢাকার তৈয়ব আলীর মেয়ে তন্দ্রা (১২)।
