সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার চাকরি প্রত্যাশীদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিনে আবেদনপত্র জমা না নিয়ে মাদ্রাসায় তালা মেরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাসির উদ্দীনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে ৪টি পদের বিপরীতে অর্ধকোটি টাকার বাণিজ্য আদায়ে প্রতিষ্ঠানটির সভাপতি খলিলুল্লাহ ঝড়ুর কথা মতো বিতর্কিত এই কর্মকান্ডে জড়ান প্রতিষ্ঠানটির অধ্যক্ষসহ সংশ্লিষ্টরা। এঘটনায় ওই প্রতিষ্ঠানে চাকরি প্রত্যাশীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এব্যাপারে একাধিক চাকরি প্রত্যাশীরা বলেন, গত ২১জুন সাতক্ষীরার একটি স্থানীয় পত্রিকায় ৪টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসা কর্তৃপক্ষ। ওইসময় নবসৃষ্ট উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, আয়া ও নিরাপত্তা কর্মী পদে একজন করে মোট চারজন নেওয়ার কথা জানানো হয়।

