সমাজের আলোঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৫ নং কেড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা- ১ তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্ল্যাহ এমপি বলেছেন “আমরা সচেতন হলেই সার্বিক উন্নয়ন সম্ভব হবে” এ সময় তিনি আরো বলেন, এক সময় আমরা অনুন্নত বিদ্যালয়ে পড়াশুনা করেছি।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের সব প্রাথমিক বিদ্যালয় সরকারি করে দিয়েছেন।শিক্ষক দের বেতন চারগুন করে দিয়েছেন।সব কয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বাধুনিক প্রযুক্তির ভবনের ব্যবস্থা চলমান রয়েছে।আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখতে হবে।বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করতে হবে।সর্বোপরি এ সমস্ত অবকাঠামো রক্ষনাবেক্ষণ করার দায়িত্ব আমাদের । এ সময় তিনি স্থানীয় কয়েকটি অবকাঠামো উন্নয়ন বিষয়ক আলোচনা করেন।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলার কেড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের অডিটোরিয়ামে ঐ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মনোরম ঐ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা শিক্ষা অফিসার মোজাফফর হোসেন,সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক সানোয়ার হোসেন,
কলারোয়া উপজেলা প্রকৌশলী নাজিমুল হক,উপ-সহকারী প্রকৌশলী সাইদুল হাসান ,
৫ নং কেড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল,বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাছুমা পারভীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান,বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ইউপি সদস্য ইয়ার আলী,সীমান্ত প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এ সময় ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *