সমাজের আলোঃ বাবার বন্ধুর কাঁধে চড়ে রাস্তা পার হবার সময় পিছন থেকে এক সাংবাদিকের প্রশ্ন “তোমার বাবার জন্য গর্ব হয় ? কি করেছিল তোমার বাবা, জানো তুমি?” পিছন দিকে ঘাড় ফিরিয়ে ছয় বছরের জিয়ানা হাসিমুখে উত্তর দিল “ আমার বাবা পৃথিবীটাই বদলে দিয়েছে!” যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড এর কন্যার এই বক্তব্য মুহুর্তের মধ্যে স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। স্বামীর মৃত্যুর আট দিন পর বুধবার প্রথম বার প্রকাশ্যে কথা বলেন রক্সি ওয়াশিংটন।  মিনিয়াপোলিসের সিটি হলে জর্জ ফ্লয়েডের স্মরণসভায় তখন উপচে পড়া ভিড়। মায়ের সাথে সাদা টপ পরা ছ’বছরের মেয়ে জিয়ানা আসেন অনুষ্ঠানে। তার দিকে তাকিয়েই রক্সি ভাঙা গলায় বললেন, ‘‘মেয়েটা আমার চোখের সামনেই বড় হবে। এক দিন গ্র্যাজুয়েটও হবে। কিন্তু জর্জের কিছুই দেখা হল না।’’ এসময় বারবার চোখ মুছতে থাকেন রক্সি। ছোট্ট জিয়ানা একেবারে চুপচাপ দাঁড়িয়ে মায়ের পাশে। ডায়াস ছেড়ে আসার সময় মাকে জড়িয়ে ধরে এক বার শুধু চোখ বুজল সে।

সিটি হল থেকে বাবার বন্ধু প্রাক্তন বাস্কেটবল তারকা স্টিফেন জ্যাকসন সিনিয়রের হাত ধরে বেরিয়ে এল ছোট্ট জিয়ানা। রাস্তা পার হবার সময় কাঁধে চড়লো। রাস্তায় প্রতিবাদি হাজারো মানুষ। জিয়ানার মুখখানা হাসিভরা। রাস্তা পার হবার সময় পিছন থেকে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন-’তোমার বাবার জন্য গর্ব হয়? কি করেছিল তোমার বাবা, জানো তুমি? হাসিমুখে পিতৃহীন ছোট্ট জিয়ানার জবাব- “ আমার বাবা পৃথিবীটাই বদলে দিয়েছে!”




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *