সমাজের আলো: আগস্টে তুরস্কে গিয়ে তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে দেখা করেছিলেন বলিউড তারকা আমির খান। সাক্ষাতের পর এমিনি তাঁর সঙ্গে আমিরের তিনটি ছবি টুইট করেন। সেদিন তিনি লিখেছিলেন ‘বিশ্ববিখ্যাত ভারতীয় অভিনেতা, পরিচালক, চলচ্চিত্র নির্মাতা আমির খানের সঙ্গে ইস্তাম্বুলে সাক্ষাতের সুযোগ হয়েছিল। আমি খুব খুশি। তিনি তাঁর সাম্প্রতিক সিনেমা “লাল সিং চাড্ডা”র শেষ পর্বের শুটিং করবেন তুরস্কের বিভিন্ন জায়গায়।’ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে দেখা করেছিলেন বলিউড তারকা আমির খান। তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে দেখা করেছিলেন বলিউড তারকা আমির খান।ছবি: টুইটার সে সময় এমিনে ও আমিরের সাক্ষাৎকারের কথা জানাজানি হওয়ার পরই ভারতে তুলকালাম শুরু করে ছিলেন বিজেপি নেতা ও সমর্থকেরা। এবার আবারও বিজেপি নেতার রোষানলে পড়েছেন আমির খান। বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুলজার রীতিমতো পুলিশের কাছে নালিশ করেছেন আমির খানের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, সেখানেই ভক্তদের সঙ্গে বিনা মাস্কে দেখা করেন তিনি। কোনো রকম সামাজিক দূরত্বও মানেননি আমির। মহামারি আইনে আমিরের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি তুলেছেন ওই বিজেপি নেতা। যদিও এদিনের অভিযোগ নিয়ে মুখ খোলেননি আমির খান।

