সমাজের আলো : বিশ্বকাপ থেকে বলতে গেলে খালি হাতেই ফিরেছে বাংলাদেশ। অথচ ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর পর সেমিফাইনালের বড় স্বপ্ন নিয়ে বিশ্ব আসরে খেলতে গিয়েছিলেন মাহমুদউল্লাহরা।
২ মিনিটে পড়ুন
কিন্তু স্বপ্ন আর বাস্তবতার ফারাকটা এবার দেখা গেল। এদিকে, দলের এমন ভরাডুবির পর অনেকেই মনে করছেন, আসর চলাকালীন বোর্ড-খেলোয়াড়দের দ্বন্দ্ব মাঠের খেলায় প্রভাব পড়েছে।এদিকে, জাতীয় দলের দায়িত্ব অনেক আগেই ছেড়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তবে এখনো বাইশ গজের বাইরে থেকেও বেশ সরব তিনি। ক্রিকেটারদের ব্যর্থতা নিয়ে গত কয়েকদিনে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি পোস্ট দিয়েছিলেন তিনি। এবার টুইটারেও মুখ খুললেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) জাতীয় দলের সাবেক সফল এই অধিনায়ক পরপর দুটি টুইট করেন। যার প্রথমটিতে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের অনেক কিছু করার আছে। কাজ করতে ৯শ কোটি টাকার প্রয়োজন নাই, ১০ কোটি টাকা দিয়েও অনেক কিছু করা সম্ভব যদি আপনার সদিচ্ছা থাকে।’
দ্বিতীয় টুইটে মাশরাফী বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) হ্যাশট্যাগ দিয়ে লেখেন, আমি ফুল অথরিটি নিয়ে কাজ করতে চাই। এমন কাজ আমি করবো না, যেখানে আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হবে। যেমন আপনারা বলেন, এখন নির্বাচক প্যানেল স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তাহলে সেই কাজ করার চেয়ে তো, না করাই ভালো।

