সমাজের আলো: অবশেষে বহুল আলোচিত সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যুবক রায়হান আহমদ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া গ্রেফতার হয়েছে। এসআই আকবর ধরা পড়ায় সন্তোষ প্রকাশ করেছেন রায়হানের মা ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা। রায়হানের স্ত্রী মামলাটির তদন্তভার র্যাবের কাছে দেয়ার দাবি করেছেন। সোমবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ এসআই আকবরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, ভারতে পালিয়ে যাওয়ার পথে কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই সিলেটের বিশেষ পুলিশ সুপার খালেকুজ্জামান জানান, জেলা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে আকবর হোসেনকে গ্রেফতার করে। রায়হান হত্যাকাণ্ডের ২৮ দিন পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, রায়হান হত্যার পর থেকে আকবরকে গ্রেফতারে জেলা পুলিশ কাজ করে যাচ্ছিল। তারা সীমান্তবর্তী অনেক বাড়িতে গিয়ে তল্লাশি ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও করেন। রবিবার তাদের কাছে খবর আসে আকবর কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে পারে। এই খবরের ভিত্তিতে কানাইঘাট ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সীমান্তে কঠোর নজরদারি করা হয়। একপর্যায়ে সকাল ৯টার দিকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়।
Yeorab Hossain

