সমাজের আলো।। চলতি বছরের জানুয়ারির শুরুতেই ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান চালিয়ে সস্ত্রীক সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘অপহরণ’ করে এনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। আমেরিকার স্টাইলেই এ বার সাবেক ফরমোজ়া তথা তাইওয়ানে (রিপাবলিক অফ চায়না) অপারেশনভেনেজ়ুয়েলায় ঢুকে সস্ত্রীক সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘অপহরণ’ করে এনেছে মার্কিন ফৌজ। যুক্তরাষ্ট্রের ওই সামরিক অভিযান ঘিরে দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। এই আবহে বিশ্বের তাবড় প্রতিরক্ষা বিশ্লেষকদের মনে চাগাড় দিচ্ছে জোড়া প্রশ্ন। আগামী দিনে একই কায়দায় তাইওয়ানে (রিপাবলিক অফ চায়না) সেনা অপারেশন চালাবে গণপ্রজাতন্ত্রী চিন (পিপল্স রিপাবলিক অফ চায়না)? বেজিং শেষ পর্যন্ত দুঃসাহসিক সিদ্ধান্ত নিলে আমেরিকার মতো পাবে কি সাফল্য?আমেরিকা-সহ পশ্চিমি প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্কগুলির দাবি, ২০২৭ সালের আগে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র তাইওয়ান (আগে নাম ছিল ফরমোজ়া) আক্রমণ করবে না চিন। বর্তমানে সেই লক্ষ্যেই নাকি দ্রুত গতিতে সেনাবাহিনীর আধুনিকীকরণের কাজ চালিয়ে যাচ্ছেন ড্রাগন প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি, তাইপের উপর কূটনৈতিক এবং সামরিক চাপ বজায় রাখছে বেজিং। আর তাই সাম্প্রতিক সময়ে বহু বার তাদের ‘পিপল্‌স লিবারেশন আর্মি’ বা পিএলএ নৌবাহিনীকে সাবেক ফরমোজ়াকে ঘিরে ধরে মহড়া চালাতে দেখা গিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *