ফিরোজ কবির, নিউ ইয়র্ক প্রতিনিধিঃ গত দু’আড়াই মাসে আমেরিকায় লক্ষাধিক মানুষ কভিড -১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।এসব নিয়ে কোথায়ও কেউ একটি শব্দ করেনি।কোথায়ও কোন হাসপাতালে কোন রোগীর স্বজন ঝামেলা করেছে এর নজির কেউ দেখাতে পারবে না।কিন্তু মিনিয়াপলিসে একজন ‘কালো মানুষ’ এর মৃত্যুতে করোনাকালেও উত্তাল হয়ে উঠেছে গোটা আমেরিকা। আমেরিকার পচিশটি শহরে কার্ফু জারী করা হয়েছে। অনেক শহরে ব্যাপক লুটপাট হয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গাড়ী,বাড়ী।প্রায় প্রতিটি শহরেই লাখে লাখে মানুষ পথে নেমে এসেছে জর্জ ফ্লয়েড এর মৃত্যুর প্রতিবাদ জানাতে। লক্ষ মানুষের মৃত্যু শোকের চেয়ে অনেক বড় হয়ে উঠেছে পুলিশের হাতে জর্জ এর মৃত্যু।আমেরিকায় কভিড-১৯ এর অধিকাংশ রোগী শ্বাস কষ্টে মৃত্যু বরণ করলেও-‘I can’t breath.’ জর্জের এই শেষ সংলাপ ছুঁয়ে গেছে আমেরিকানদের হৃদয়। একই কারনে খুনি এই পুলিশ কর্মকর্তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে তার ভালোবেসে বিয়ে করা স্ত্রী।

