সমাজের আলোঃ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় বানভাসি মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ ইয়ুথ এ্যাসোসিয়েশন অব টেক্সাস (BYAT)

রবিবার সকাল থেকে খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি,কাটকাটা, গাজীপাড়া সহ বেশ কয়েকটি জায়গায় প্রয়োজনীয় বাজার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বায়াটের আন্তর্জাতিক উপদেষ্টা পারভেজ হাসানের উপস্থিতিতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তখন তিনি বলেন ঘূর্ণিঝড় আম্পানের প্রথম থেকে অসহায় মানুষের জন্য নানান সহযোগিতা নিয়ে পাশে দাড়িয়েছি আমরা, তার ধারাবাহিকতায় আজকেও প্রাই অর্ধশত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দিয়েছি, আমাদের এই মানবিক কার্যক্রম চলতে থাকবে যতদিন তাদের পরিস্থিতি স্বাভাবিক না হয়।

এ সময় বায়াটের সেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহতারাম বিল্লাহ, মুতাছিম, সাব্বির রহমান, তৈহিদুন্নবী প্রমুখ




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *