সমাজের আলো: আগামী ৩০ জানুয়ারি কলারোয়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ গ্রহণের লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার বিকাল ৩টায় কলারোয়ায় আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব শেখ আমজাদ হোসেন ধানমন্ডি ২৩ এভিনিউ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে আজ মঙ্গলবার দুপুর আড়াই টার সময় মেয়র পদপ্রার্থী শেখ আমজাদ হোসেন আওয়ামী লীগ কার্যালয়ে দায়িত্বর কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র জমা দেন। তিনি আগামী ৩০ জানুয়ারী কলারোয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। উল্লেখ, শেখ আমজাদ হোসেন ইতিপূর্বে ২০১১ সালে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী হিসেবে কলারোয়া পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করেন।

