সমাজের আলো: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ফেসবুকে অশালীন ভাষায় কমেন্ট করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খেয়ে অবশেষে ভুল স্বীকার করলেন সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক আলোচিত প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান।
রবিবার (২৩ মে) রাতে এস এম মাহবুবুর রহমান নিজের ফেসবুক আইডিতে তার স্বাক্ষরিত একটি পত্র পোষ্ট করে ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা করেন।
এস এম মাহবুবুর রহমান নিজের ফেসবুক আইডি থেকে সংগৃহীত সেই পত্র হুবহু প্রকাশ করা হলো:
“আমি এস এম মাহবুবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, জেলা পরিষদ, খুলনা গত ইংরেজি ০৭/০৪/২০২০ তারিখে নিজস্ব ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব শেখ আব্দুর রশিদ সম্পর্কে ত্রান বিতরণকে কেন্দ্র করে ফেসবুক আইডি দিয়ে যে কমেন্ট করেছিলাম, সেটা অত্যন্ত দুঃজনক ও লজ্জাষ্কর। আমি নিজেই এখন এই বিষয়ে অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। তাই আমার ফেসবুক আইডির মাধ্যমে শেখ আব্দুর রশিদসহ সাতক্ষীরাবাসী এবং ধুলিহর ইউনিয়নবাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী।
আমার এই অবচেতন মনের অনিচ্ছাকৃত অপরাধের জন্য আপনাদের সন্তান হিসাবে আমাকে ক্ষমা করবেন।”
