সমাজের আলোঃ করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য ভুয়া মাস্ক সরবরাহকারী আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামকে খুঁজছে পুলিশ। মাস্ক কেলেঙ্কারির ঘটনায় আমিনুলের বিরুদ্ধে ঔষধ প্রশাসনের মামলার পর কাগজপত্র যাচাই-বাছাই ও তার অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ। এছাড়া মামলাটির তদন্তভার শিগগিরই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে স্থানান্তর হতে পারে।

দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব দেখা দেয়ার পর ১৮ এপ্রিল ৫০ হাজার কেএন-৯৫ মাস্ক সরবরাহের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানকে তড়িঘড়ি করে কার্যাদেশ দেয় কেন্দ্রীয় ঔষধাগার। প্রথম দফায় ভুয়া মাস্ক সরবরাহের পর জাল-জালিয়াতির বিষয়টি ধরা পড়লেও প্রথম দিকে ঔষধ প্রশাসন অধিদফতর নীরব ভূমিকা পালন করে। বিষয়টি ফাঁস হলে স্বাস্থ্য বিভাগে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। এরপর আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের বিরুদ্ধে অনেকটা গোপনে মামলা করে নিজেদের দায় সারে ঔষধ প্রশাসন। ২৯ মে রাজধানীর বনানী থানায় মামলাটি করেন ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক ফখরুল ইসলাম। মামলা হলেও আমিনুল ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছেন।
মামলাটির তদন্তভার শিগগিরই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে স্থানান্তর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী। যুগান্তরকে তিনি বলেন, দু-এক দিনের মধ্যে মামলাটি সিআইডিকে দেয়া হবে। বনানী থানার ওসি নূরে আযম মিয়া মঙ্গলবার বলেন, মামলার পর কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে আসামি আমিনুল ইসলামের অবস্থান জানার চেষ্টা চলছে। তাকে গ্রেফতার করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ওসি নূরে আযম যুগান্তরকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগে মামলা হওয়ায় তাকে গ্রেফতার না করার কোনো কারণ নেই। মামলায় আমিনুল ইসলামকে একমাত্র আসামি করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার বারদোনার গোলাম মহিউদ্দিন পাড়ায়। গুলশানের বনানী এলাকায় তিনি থাকেন। তার প্রতিষ্ঠানের অফিস ৬০/এ পুরানা পল্টন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *