সমাজের আলো।। ইসলামী বক্তা ও কুষ্টিয়া–৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে দেওয়া ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের জন্য আবারও দুঃখ প্রকাশ করেছেন।শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আলোচিত বক্তব্যটি সাম্প্রতিক নয়; এটি ২০২৩ সালের। সে সময়েই তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেছিলেন। এখন পুনরায় ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

