সমাজের আলো : উপজেলায় জাতীয় অভিযোজন কর্মসূচি, বাংলাদেশের জলবায়ু পরিবর্তন কৌশল ও ডেল্টা প্লান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আশাশুনির উপজেলা মিলনায়তনে সোমবার সকালে কারিতাস জার্মানীর আর্থিক সহযোগিতায় কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চল এই সেমিনারের আয়োজন করে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়ানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলার চেয়ারম্যান এবিএমডি মোস্তাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, পিআইও সোহাগ খান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাধারন সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু। কারিতাস আইডিআরআর এর মাঠ কর্মকর্তা আলোইশিয়াস গাইনের সঞ্চালনায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন আইডিআরআর প্রকল্পের মিল অফিসার মামুন সিরাজুম মনির চৌধুরী, আইডিআরআর প্রকল্পের মিল কো-অর্ডিনেটর মো: মেহেদী হাসান খান, সেতু মন্ডল, সালমা খাতুনসহ সহ ১৮টি এনজিওর প্রতিনিধিবৃন্দ ও কারিতাসের কর্মকর্তাবৃন্দ। সেমিনারের মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিআরআর প্রকল্পের সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *