সমাজের আলো : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ইব্রাহিম খলিল টুকু বিজয়ী।সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তুয়ারডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গ্রহন শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী, ইব্রাহিম খলিল টুকু (ফুটবল) প্রতিক নিয়ে ১৭২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারুল ইসলাম (মোরগ) প্রতীকে ৪৩ ভোট পেয়েছেন।প্রিজাইডিং অফিসার ও আশাশুনি উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।উল্লেখঃ গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে খাজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আনারুল ইসলাম ও ইব্রাহিম খলিল উভয়ই ১১১৬টি করে ভোট পান।পুনঃভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।
তার পরিপেক্ষিতে (৭ ফেব্রুয়ারি)  পুনরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *