সমাজের আলো : আশাশুনি উপজেলার গাজীপুর কুড়িগ্রাম আলীম মাদ্রাসার এতিমদের বরাদ্দকৃত ১১ লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনায় সাংবাদিকদের কাছে তথ্য দেওয়ায় একজনকে পিটিয়ে জখম ও তিনজনকে হত্যার হুমকি দিয়েছেন ওই মাদ্রাসার সুপার মিজানুর রহমান ও তার লোকজন।
এ ঘটনায় থানায় মামলার খবর পেয়ে পাল্টা মামলা করতে কাঁকড়াবুনিয়া গ্রামে নিজেদের মাছের ঘেরের বাসায় মঙ্গলবার পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আশাশুনি উপজেলার গাজীপুর গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে সাইফুল ইসলাম লিটু জানান, কাঁকড়াবুনিয়া গ্রামের রাজাকার সোহরাব সরদারের ছেলে মিজানুর রহমান গাজীপুর কুড়িগ্রাম আলীম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি মিজানুর রহমান ওই মাদ্রাসার এতিমদের জন্য সরকারি বরাদ্দকৃত ১১ লাখ ২০ হাজার ৮৪৭ টাকা আত্মসাৎ করেন।
বিষয়টি জানাজানি হওয়ায় গত ১২ এপ্রিল মঙ্গলবার কয়েকজন সাংবাদিক ওই মাদ্রাসায় ঘটনার অনুসন্ধানে যান। এ সময় সাংবাদিকদের সামনে সাক্ষ্য দেন তিনি (লিটু), কাঁকড়াবুনিয়া গ্রামের আমিনুর রহমান বাবু, একই গ্রামের সিরাজুল ইসলামসহ কয়েকজন। এত ক্ষুব্ধ হয়ে বুধবার বিকেলে মহিষকুড় মাছের সেটে তাকে (লিটু) এলোপাতাড়ি মারপিট করে মিজানুর রহমানের ছেলে অহিদুর রহমান, ওয়াদুদ সরকারের ছেলে মুছা, সন্টুর ছেলে সাহেব আলীসহ কয়েকজন। এ ঘটনায় তিনি বাদি হয়ে আদালতে মামলা করলে মামলাটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন বিচারক। আদালতের নির্দেশ পেয়ে সোমবার মামলাটি এজাহার হিসেবে গণ্য করা হয় আশাশুনি থানায়। বেগতিক বুঝে এক আওয়ামী লীগ নেতার পরামর্শে মিজানুর রহমান ও তার ছেলেরা মঙ্গলবার ভোরে তাদের নিজেদের ঘেরের বাসায় আগুন লাগিয়ে দেয়। বর্তমানে ঘেরের বাসায় আগুন দেওয়ার ঘটনায় তাকে ও এতিমদের টাকা আত্মসাতের ঘটনায় সাক্ষ্যপ্রদানকারিদের বিরুদ্ধে মামলা করানোর চেষ্টা চলছে।

