সমাজের আলো : আশাশুনিতে উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আশাশুনি প্রেসক্লাবের সামনে বিআরডিবি চত্ত্বরে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাশেদ সরোয়ার শেলী সভাপতি ও মতিলাল সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আশাশুনি উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন, জেলা কৃষকলীগ সভাপতি বিশ্বজিত সাধু। মুঠোফোনে বক্তব্য রাখেন, ডা: আ. ফ. ম রুহুল হক-এমপি। মতিলাল সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শরীফ আশরাফ আলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, কার্যকরী কমিটির সদস্য মাহফুজা সুলতানা রুবি, তরুনলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহ, কৃষকলীগ জেলা সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান। সম্মেলনে ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার বাছাড় দিপু, গোলাম কুদ্দুছ ময়না, সামছুল আলম জুয়েলসহ বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি-সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে উপজেলার সকল ইউনিয়ন কৃষকলীগের কাউন্সিলার ও ডেলিগেডবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে উপজেলা কৃষকলীগের পুরাতন কমিটি ভেঙে দেওয়া হয় এবং কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ কাউন্সিলার ও ডেলিগেডদের সম্মতিক্রমে এনএমবি রাশেদ সরোয়ার শেলীকে সভাপতি ও মতিলাল সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *