সমাজের আলো : আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন চেয়ে প্রার্থীরা আবেদন করেছেন। সেমাবার উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় মনোনয়ন প্রার্থনার আবেদনপত্র জমা দেন প্রার্থীরা।

দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থীদের আবেদনপত্র গ্রহন করা হচ্ছে। উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বসে দলীয় মনোনয়নপত্র প্রার্থীদের আবেদনপত্র গ্রহণ করেন। এসময় ইউপি নির্বাচনে আশাশুনি সদরের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থনা করে এনএমবি রাশেদ সরোয়ার শেলী, দরগাহপুর ইউনিয়নের মনোনয়ন প্রার্থনা করে গোলাম কুদ্দুছ ময়না, প্রতাপনগর ইউনিয়নে মনোনয়ন প্রার্থনা করে হারুন অর রশিদ আবেদন পত্র জমা দিয়েছেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেকেই মনোনয়ন প্রার্থনা করে আবেদনপত্র জমা দিয়েছের বা আবেদন করার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *