সমাজের আলো : আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানকে বরণ এবং বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁনকে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ বরণ ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু,সহ সভাপতি আনিসুর রহমান বাবলা, যুগ্মসাধারণ সম্পাদক আহসান উল্লাহ (বাবলু), সাংগঠনিক সম্পাদক বি এম আলাউদ্দীনসহ রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

