সমাজের আলোঃ আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের কমলাপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করে, বাগদা চিংড়িতে পুশইন করার অপরাধে পুশইন কৃত মাছ জব্দ এবং বিনষ্ট করা হয়।
জানা গেছে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা আজ (২৭ জুন) শনিবার সকাল ১০ টার সময় উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে, দোষী সাবস্ত করে ৪ জন কে ৩৫ শত টাকা জরিমানা করেন।
এ সময় চিংড়ি মাছে পুশইন না করার জন্য সকলকে সচেতন করা, এছাড়া মাস্ক না পরা ও সামাজিক দুরত্ব না মানায় ৫ জনকে ৫ শত টাকা জরিমানা করা হয় এবং মাস্ক পড়া ও সামাজিক দুরত্ব বজায় রাখতে সকলকে সচেতন করা হয়।

