আজহারুল ইসলাম সাদীঃ এসিল্যান্ড’র হস্তক্ষেপে বাল্যবিবাহের কবল হতে রক্ষা পেলেন এক নাবালিকা কন্যা। শুক্রবার ১৯ জুন বিকালে আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানার হস্তক্ষেপে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আবুল কালাম সরদারের নাবালিকা কন্যা সামিরা খাতুন (১৫) এর বিয়ের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত হন সহকারি কমিশনার
এসময় মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন।তার কন্যার বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত
বিয়ে দেবেন না বলে লিখিত মুচলেকা দেন।

