লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়াল এর উদ্দ্যোগে বিশ্ব সাদা ছড়ি দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে ভিচুয়াল, কেয়ারগিভার ও গ্রামীন নারী দের নিয়ে পৃথক পৃথক ভাবে দিবস র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আশাশুনি ইউনিয়ন পরিষদ হল রুমে ও নারী উন্নয়ন ট্রেনিং সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লিলিয়ান ফন্ডস্ নেদারল্যান্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিসএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগীতায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে উক্ত দিবস পালিত হয়। প্রকল্পের ফিল্ড ট্রেইনার মোঃ আফতাবুরজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম ।এছাড়া উপজেলা এনজিও সমন্বয়কারী আসাদুল ইসলাম আসাদ, সমাজকর্মী মোখলেছুর রহমান ও মৃনাল স্বর্ণকার ,সিবিআর অফিসার সুব্রত বাচাড় ও করবী স্বর্ণকার সহ ব্যবসায়ী,নারী সমাজসেবী , সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
