সমাজের আলো : খাজরায় এক বীর মুক্তিযোদ্ধাকে চাঁদার দাবিতে মারধরের হুমকি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর মামলায় প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার খালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর নাম শাহাবুদ্দীন সানা (৫৫)। তিনি একই গ্রামের গ্রামের মৃত নুরউদ্দীনের ছেলে। মোজাম্মেল হক জানান, গত ২৩ মার্চ সকাল ১১টার দিকে খালিয়া গ্রামের জামায়াত নেতা ও একাধিক মামলার আসামী শাহাবুদ্দিন সানার নেতৃত্বে মোসলেম সানা, ওয়াদুদ সানা, আলামনি ইসলাম ডালিম, রাজু গাজী, মনিরুল ইসলাম বাড়িতে প্রবেশ করে আমার কাছে ২লক্ষ টাকা চাঁদা করে। দাবিকৃত টাকা না দিতে পারায় তাকে মারধর প্রাণনাশের হুমকি দেয়। এক পর্যায়ে আমার বসতবাড়ির দেওয়ালে টাঙানো প্রধানমন্ত্রীর ছবি দা দিয়ে কুপিয়ে ভাংচুর করে তান্ডব চালায়। পরে আমি নিজে বাদি হয়ে আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করি। এজাহারটি আশাশুনি থানা পুলিশ আমলে নিয়ে নিয়মিত মামলায় তদন্ত করে প্রধান আসামীকে আটক করতে সক্ষম হয়। কিন্তু বাকি আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে আছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোমিনুর ইসলাম জানান, খাজরা ইউনিয়নের এক বীর মুক্তিযোদ্ধাকে মারধরের হুমকি ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগে শাহাবুদ্দিন সানা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *